আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলায় শিক্ষক ও সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) সকালে এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের উদ্বোধন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম সাব-কম্পোনেন্ট ২.৫, পিইডিপি-৪ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর বাস্তবায়নে বুনিয়াদি প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী,
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস। বেসরকারি উন্নয়ন সংস্থা সাস এর পরিচালনায় আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় আশাশুনি উপজেলায় ৮৩ টি স্কুলের মধ্যে প্রথম পর্যায়ে ৩৫ টি স্কুলের শিক্ষক ও সংশ্লিষ্ট সুপারভাইজারবৃন্দ বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা সাস এর আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন এর কর্মসূচি প্রধান খান মোঃ শাহ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুল ইসলাম, জেলা মনিটরিং অফিসার মিজানুর রহমান, উপজেলা ম্যানেজার আল-আমিন হোসেন, সুপারভাইজার ও শিক্ষকবৃন্দ।