বি এম আলাউদ্দীন. আশাশুনি. প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে সংঘবদ্ধ চোরদের উপদ্রব বেড়েই চলেছে। ছোট খাট ও মূল্যবান দ্রব্যাদি চুরির ঘটনা চলতে থাকায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে ইউনিয়নের গোয়ালডাঙ্গা- খেড়ুয়াডাঙ্গা গ্রামের মৃত নওয়াব আলী ফকিরের ছেলে বাহারুল ফকিরের বাড়িতে গ্রিলের তালা ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা চুরি।
একই রাতে ফকরাবাদ গ্রামের মৃত মোকসেদ গাজীর ছেলে জলির বাড়ি থেকে ১টি টার্চ মোবাইল ফোন ও ২টা বাটন ফোন সহ একটি টসলাইট চুরি হয়।
এছাড়া বুড়িয়া গ্রামের জলিল সরদারের মেয়ে মৌসুমির বাড়ি থেকে একটি টার্চ মোবাইল ফোন চুরি হয়েছে। উল্লেখ্য গত দুই দিন আগে একই রাতে ইউনিয়নের বুড়িয়া গ্রামে কানুর মোড়ে জেলা পরিষদের পুকুরে সোলার সিস্টেম পানির পাম্প চুরি হয়েগেছে।
এছাড়া নিমাই কুন্ডু, রাম কুন্ডুর টিউব ওয়েল, ফকরাবাদ ইস্কন মন্দিরের মটর পাইপ ও প্রশান্ত নন্দীর নেট চুরি হয়েছে। এছাড়া নিত্যা প্রয়োজনীয় দ্রব্যাবিদসহ ছোটখাট মালামাল নিত্য চুরি হচ্ছে।
এব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকার সচেতন মহল।