২৬ জুন শহীদ জননী জাহানারা ইমাম এর ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ম্যানগ্রোভ সভাঘরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের আহবায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
শিক্ষক ও কবি গাজী শাহজাহান সিরাজ(সৌহার্দ সিরাজ) এর সঞ্চালনায় স্মৃতিচারনে অংশ নেন সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় চিকিৎসা সহায়ক সেল এর সাংগঠনিক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, বাসদ জেলা সংগঠক এড. আজাদ হোসেন বেলাল, বাংলাদেশ জাসদ জেলা সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সিপিবির জেলা সম্পাদক আবুল হোসেন, কবি স ম তুহিন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ডা: মুনসুর রহমান, শ্যামনগর নির্মূল কমিটির সংগঠক শেখ ফারুক হোসেন,
কবি মন্ময় মনির, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক হুমায়রা ফারজানা, রাহাতুল ইসলাম, আশরাফ সরদার ও মাহফুজুর রহমান প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ শহীদ জননী জাহানারা ইমামের আদর্শকে ধারন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সভায় গৃহীত সিদ্ধান্তে বলা হয় বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তরফদার,
বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ, হাতেমসহ সকল মুক্তিযোদ্ধা হত্যার বিচার করা, ২০১৩-১৪ সালের আগুন সন্ত্রাসীদের হাতে নিহত রায়হান, মামুনসহ ১৬জন হত্যার সাথে যুক্ত ও নাশকতা মামলার সকল আসামীদের বিচারের আওতায় নিয়ে আসা ও সাতক্ষীরার যুদ্ধাপরাধ মামলার রায় দ্রুত কার্যকর করা এবং স্বাধীনতা বিরোধীদের নামে সাতক্ষীরার সকল প্রতিষ্ঠান ও সড়কের নাম করন বাতিল করে মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল ব্যক্তিদের নামে করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি