দেবহাটা ব্যুরো : দেবহাটা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরন প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৪ জুলাই, ২২ ইং তারিখ দুপুর সাড়ে ১২ টায় উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষিত ৫০ জন কৃষক অংশগ্রহন করেন।
এসময় বক্তারা, সরকারের উপর নির্ভর না করে নিজেরা নিজেদের উপর নির্ভরশীল হওয়ার জন্য কৃষকদের আহবান জানিয়ে বলেন, আবহাওয়া পরিবর্তনজনিত কারনে অনেক সময় কৃষকদেরকে অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই সরকারের দেয়া বিভিন্ন কৃষি পরামর্শ মেনে চলতে হবে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সরকার যে কর্মসূচী গ্রহন করছে সেগুলো যথাযথভাবে মেনে চাষাবাদ করতে হবে।