নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনির শ্রীউলায় মৎস্য ঘেরের বাসায় বিদ্যুৎ স্পৃষ্টে মৎস্য ঘের কর্মচারী ও ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সাতক্ষীরা সদরের মোফাজ্জল হোসেনের ঘেরের বাসায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন ঘেরের মুহুরী শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের আলহাজ্ব গফুর আলী সরদারের পুত্র শামীম হোসেন(৩৫) এবং আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের অজিয়ার গাজীর পুত্র আলম গাজী(২৫)।
ঘেরের অন্য কর্মচারী সূত্রে জানা গেছে, দুপুরের গোসল সেরে কাপড় নাড়তে গিয়ে পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক আউট লাইনের লুজ তারে হাত লেগে ঘেরের মুহুরি শামীম হোসেনের। তাকে বাঁচাতে গিয়ে ঘেরের বাসায় থাকা ভ্যানচালক আলম গাজীও বিদ্যুৎ স্পৃস্ট হয়ে মৃত্যুবরণ করেন।
এসময় ঘেরের বাসায় থাকা অন্য কর্মচারীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে আশাশুনি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার করার পূর্বেই তাদের মৃত্যু হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) ঘটনাস্থলে গেছেন। ##
০৫.৭.২০২২