দেবহাটা ব্যুরো : দেবহাটায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও সাংবাদিকের জমি জোরপূর্বক দখলের বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও সাংবাদিক মহিউদ্দীন আহম্মেদ লাল্টু।
অভিযোগ মতে জানা গেছে, বিবাদী আব্দুল হাই সিদ্দিক (৪০), পিতা- মৃত আব্দুল গফফার সরদার, সুফিয়া বেগম (৪৫), স্বামী- গফফার বিশ^াস, আবুল হোসেন (৫৫), পিতা- মৃত ছানাউল্লাহ মোড়ল, সাইফুল ইসলাম পিতা- সিরাজুল ইসলাম, গফফার বিশ^াস (৫৫), পিতা- রুপচাঁদ বিশ^াস, কান্তা (৩৫) পিতা- মৃত বাবুজান গাজী, সর্বসাং- কুলিয়া, দেবহাটা, সাতক্ষীরাসহ অজ্ঞাতনামা ২/৩ জন এর সাথে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিষয়ে গোলযোগ চলে আসছে।
গত ইং ৮ জুলাই, ২২ ইং তারিখে সকাল সাড়ে ১০ টার দিকে উপরোক্ত বিবাদীগন ১ নং বিবাদীর হুকুমে বাদী মহিউদ্দীন লাল্টুর পুকুর পাড়ের ঘেরাবেড়া ও বসতভিটার গাছগাছালি জোরপূর্বক কেটে দিয়ে মারাত্মক ক্ষতিসাধন করে।
বাদী সেসময় বাগিতে না থাকায় বাদীর স্ত্রী তানজিলা খাতুন, পুত্রবধু স্বপ্না ও কন্যা ঋতু বিবাদীদের বাধা দিলে বিবাদীগন তাদেরকে বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও ক্ষতিসাধন করার হুমিক দিয়ে চলে যায়। বাদী লাল্টু সেনাবাহিনীর একজন সাবেক সদস্য ও সাংবাদিক হিসেবে নিজের সম্পত্তি রক্ষা ও বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় লিখিত অভিযোগটি দায়ের করেছেন। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বিষয়টির সুষ্টু তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন।