আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামে যৌতুকের দাবীতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে ও শ^াসরোধ করে হত্যার পর মরদেহ ঘরের আড়ায় ঝুলিয়ে দিয়ে আতœহত্যা বলে প্রচার দেয়ার অভিযোগ উঠেছে।
স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শনিবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা বাবলু পাড় তার জামাতা লিটন হোসেরে বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
নিহত গৃহবধুর নাম হালিমা খাতুন (২৩)। সে সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের বাবলু পাড়ের কন্যা ও একই উপজলার ছনকা গ্রামের লিটন হোসেন ঢালীর স্ত্রী।
নিহতের বাবা বাবলু পাড় জানান, গত ৫ বছর আগের তার কন্যা হালিমার সাথে ছনকা গ্রামের লিটনের সাথে বিয়ে হয়। বিয়ের সময় তাকে এক লাখ ১০ হাজার টাকা যৌতুক দেয়া হয়। এরপর বিভিন্ন সময় সে ৫ হাজার থেকে সবোর্চ্চ ১০ হাজার টাকা নেয় বিভিন্ন অজুহাতে। সম্প্রতি সে আরো এক লাখ টাকা ইজিবাইক ক্রয়ের জন্য তার স্ত্রীকে বাপের বাড়ি থেকে আনতে বলে।
এতে তার স্ত্রী রাজী না হওয়ায় তার স্বামী তাকে মারপিট করতো। একপর্যায়ে শনিবার রাতে মারপিট ও শ^াসরোধ করে হত্যার পর নিজ ঘরের আড়ায় তার স্ত্রীর মরদেহ ঝুলিয়ে দিয়ে প্রচার দেয় তার স্ত্রী আতœাহত্যা করেছে। এরপর সে নিজেই বাড়ি থেকে পালিয়ে যায়। দাম্পত্য জীবনে তাদের ঘরে ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়ীত্বে) বিশ^জিত সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো এ ঘটনায় নিহতের বাবা বাবলু পাড় বাদী হয়ে সদর থানায় নিহতের স্বামী লিটনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধে এ ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে।##