একরামুজামান জনি: ”তথ্য যোগাযোগ প্রযুক্তি অপব্যহার দেশে অর্থ-সামাজিক অপরাধ বৃদ্ধি করছে ইন্টারনেটে ইতিবাচক ব্যবহার করি, সুস্থ ও জ্ঞান ভিত্তিক যুব সমাজ গড়ি” শোগ্লানে সাতক্ষীরায় সাইবার অপরাধ বিষয়ে সচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা ১১ টায় নাবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের উদ্যোগে জেলা পুলিশের সহযোগিতায় ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক নাজমুন লায়লা বিথী,সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক, হট লাইন বিভাগের সদস্য সুমাইয়া ইয়াসমিন, ওমান উইং সাপটের সদস্য উম্মে হাবিবা সহ সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের সদস্য ও স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা।
এ সময় স্কুলের শিক্ষার্থী দের সাথে ইন্টারনেট সঠিক ব্যবহার,অনলাইনে হয়রানি,ব্লাক মেইল থেকে সতর্কতা থাকতে বলেন। স্যােসাল মিডিয়া ফেসবুক বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়।