দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার পারুলিয়াস্থ স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে প্রতিবছরের মতো এবারো মাদক বিরোধী সাইকেল র্যালী অনুষ্ঠিত হবে। উপজেলার সকল মানুষের মাদকের বিরুদ্ধে জনসচেতনতা করার লক্ষ্যে “মাদক না বলি, জীবনকে সুন্দর করি” এই ¯েøাগানকে সামনে রেখে আগামী ১৯ নভেম্বর/২২,
শনিবার উপজেলার পুষ্পকাটি ভাটা ফুটবল মাঠ থেকে দেবহাটাব্যাপী ৫০০ সাইকেলিষ্টদের সমন্বয়ে মাদক বিরোধী সাইকেল র্যালী অনুষ্ঠিত হবে। উক্ত র্যালী বাস্তবায়নে সোমবার ১৭ অক্টোবর,২২ ইং বিকাল ৩টায় পারুলিয়াস্থ কম্পিউটার চাইল্ড হোম এন্ড স্কুলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেয়ার মিশনের উপদেষ্টা ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় ফেয়ার মিশনের সিনিয়র সদস্য প্রভাষক সিরাজুল ইসলাম, ফেয়ার মিশনের সাবেক সভাপতি জসিমউদ্দীন মিথুন, ফেয়ার মিশনের সভাপতি হাবিবুল বাশার হাবিব,
সাধারন সম্পাদক আবু রায়হান, খাসখামার সভাপতি আব্দুস সাত্তার সহ ফেয়ার মিশনের ১০টি শাখা ২৩টি ইউনিটের সভাপতি সেক্রেটারী উপস্থিত ছিলেন। উক্ত প্রস্তুতি সভায় আগামী ২৯ অক্টোবর, শনিবার সখিপুর কলেজ মাঠে ফেয়ার মিশন আয়োজি৩ ৩২ দলীয় নক আউট ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।