র্যাম্প মডেল ও অভিনয়শিল্পী দিলরুবা ইয়াসমিন রুহি আবার চলচ্চিত্রে অভিনয় করবেন। আর ছবিটি প্রযোজনা করবে তার স্বামী মনসুর আলীর প্রতিষ্ঠান। গল্পটিও হবে নিজেদের। রুহির ভাষায়, ‘বাংলাদেশের গল্প। আর তা আমরা নিয়ে যাব আন্তর্জাতিক অঙ্গনে।’ গত রোববার ঢাকায় এসেছেন তিনি। সঙ্গে আছে ছেলে রুহান। ঢাকায় ফ্লাইট থেকে নামার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘মনে হচ্ছে আজ আমার ঈদ!’
মঙ্গলবার সকালে কথা বললেন রুহি। ২০১৫ সালের ২২ ডিসেম্বর রুহি মা হয়েছেন। এর আগেই তিনি কাজ থেকে ছুটি নেন। এখন ছেলের বয়স দেড় বছর। আবার কাজ শুরু করবেন। রুহি থাকছেন লন্ডনে, স্বামীর সঙ্গে। ঢাকায় আসার আগেই কথা হয়েছে কয়েকজন পরিচালকের সঙ্গে। স্বামী মনসুর আলীর পাশাপাশি অন্য পরিচালকের সঙ্গেও কাজ করবেন।
বললেন, ‘এবার দেশে মাস তিনেক থাকব। আর ইচ্ছা আছে ছয় মাসের মধ্যে নতুন ছবির কাজ শুরু করব।’
র্যাম্প মডেল রুহির প্রথম চলচ্চিত্র ‘একাত্তরের সংগ্রাম’, পরিচালক মনসুর আলী। এরপর রুহি অভিনয় করেছেন ঢাকায় অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ আর কলকাতায় মহুয়া চক্রবর্তী পরিচালিত ‘গ্ল্যামার’ ছবিতে। এই দুটি ছবি ঢাকা এবং কলকাতায় একই দিনে মুক্তি পায়।
এছাড়া ইসমত আরার ‘মায়ানগর’ ছবিতেও রুহি অভিনয় করেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে মাঝ পথে ছবির কাজ স্থগিত হয়ে যায়।
রুহি বাংলাদেশের কয়েকটি টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রের কাজ করেছেন। তার প্রথম টিভি নাটক ২০১০ সালে রবীন্দ্রনাথের ছোটগল্প নিয়ে নির্মিত ‘অপরিচিতা’। পরিচালক আহম্মেদ সুস্ময়। এরপর রিপন নবীর ‘অচেনা মানুষ’ এবং শহীদুজ্জামান সেলিমের ‘বৃত্তের বাইরে একা’ নাটকে কাজ করেন রুহি। তার অভিনীত সর্বশেষ ধারাবাহিকটি গিয়াসউদ্দীন সেলিমের পরিচালনায় ‘অবগুণ্ঠন’।