সাতক্ষীরা দিনা -নৈশ কলেজে আড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। বৃহস্পতিবার সকাল থেকে পূজা মন্ডবের সমনে ভিড় জমাতে থাকেন শিক্ষক, শিক্ষিকা,শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। জ্ঞান লাভের আশায় মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন শিক্ষার্থীরা।
অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। পূজা চলাকালীন উলু ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে কলেজর পূজামণ্ডপ।
কলেজের অধ্যক্ষ মহোদয় এ কে এম সফিকুজ্জামান বলেন ধর্ম যার যার, উৎসব সবার। জাতি ধর্ম নির্বিশেষে কলেজের সকল শিক্ষক /শিক্ষার্থী ভেদাভেদ ভুলে এই আনন্দ আয়োজনে সামিল হয়েছে।
কর্ণ বিশ্বাস কেডি নামের এক শিক্ষার্থী বলেন, ‘মা সরস্বতী বিদ্যার দেবী। আমরা যেহেতু শিক্ষার্থী, আমরা যেন ঠিকমতো পড়াশোনা করতে পারি, সেটা মায়ের কাছে কামনা করেছি। পড়াশোনার পাশাপাশি আমরা যেন ভালোমতো সাহিত্য, সংস্কৃতিচর্চা শুদ্ধভাবে করতে পারি, মা আমাদের সেই আশীর্বাদ করুক–এই কামনা করেছি।’
এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান, সহঃ অধ্যাপক অরবিন্দু কুমার মল্লিক, অমল কুমার বিশ্বাস, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, প্রদীপ কুমার বিশ্বাস, প্রণব বাড়ৈ,শোভা রানী বড়ুয়া,রঞ্জিতা রানী দাশ, প্রভাষক তাপস কুমার আমিন, সমীর কুমার ঘোষ, পরোজিত কুমার মিস্ত্রি, লিপিকা দে, মৃন্ময় মন্ডলসহ কলেজের শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি