নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কৃতি সন্তান যশোর পলিটেকনিক কলেজ এর ৪র্থ সেমিস্টার মেধাবী ছাত্রী জেসমিন আক্তার পিংকীর হত্যাকারী আহসান কবির অঙ্কুর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় কলারোয়া কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন ছাত্র সংগঠনের আয়োজনে কাজীরহাট বাজার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জজ কোটের এ পি পি আশরাফুল আলম বাবু।
মানববন্ধনে বক্তব্য রাখেন ৮নং কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী(ভিপি), কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শামসুল হক, কাজীরহাট ডিগ্রি কলেজ অধ্যক্ষ শহিদুল আলম, জেসমিন আক্তার পিংকীর পিতা জাকির হোসেন, বড় ভাই আনিছুর রহমান সহ স্কুল, কলেজের শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, মেধাবী ছাত্রী জেসমিন আক্তার পিংকীকে প্রতারণার ফাঁদে ফেলে নির্মমভাবে হত্যাকারী আহসান কবির অঙ্কুর এর ফাঁসি নিশ্চিত করতে হবে। আইনের ফাঁক দিয়ে যেন কোনভাবেই আসামী পার পেয়ে তা না পারে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।