আইসিসির কোন আসরে এক দশক পর ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারই প্রথম। ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। বৃহস্পতিবার এজবাস্টনে বাংলাদেশের দেয়া লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই টপকে ফাইনাল নিশ্চিত করে ভারত। এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দলের শিরোপার লড়াই রোববার, ওভালে।
২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। জোহানেসবার্গে দারুণ লড়াইয়ের পর ৫ রানের নাটকীয় জয় পায় ভারত। প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে মহেন্দ্র সিং ধোনির দল।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে অবশ্য চলতি আসরেই দেখা হয়েছিল দল দুটির। তাতে ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। ফেভারিটের তকমা নিয়ে টুর্নামেন্ট শুরু করা কোহলি-রোহিতরা ১২৪ রানে হারায় সরফরাজ-হাফিজদের। পুরো আসরেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালের মঞ্চে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
অন্যদিকে আন্ডারডগ তকমা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করা পাকিস্তান প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘুরে দাঁড়ায়। এশিয়ার আরেক দল শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে। সেমিতে স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে চমক দিয়েই ফাইনালে ওঠে পাকিস্তান।