কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটায় আশ্রয়ন প্রকল্পের ঘর উদ্বোধন উপলক্ষ্যে ইউএনওর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১ মার্চ, ২৩ ইং সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প সকল ভূমিহীন ও গৃহহীনকে ঘর দেয়ার এই প্রকল্পটি মুজিববর্ষে চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী দেশের সকল মানুষকে একটি আবাসস্থল দেয়ার যে ঘোষনা দিয়েছেন তারই সফল বাস্তবায়ন এই আশ্রয়ন প্রকল্প। দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী ২২ মার্চ, ২৩ ইং তারিখে দেশব্যাপী আশ্রয়ন প্রকল্পের নতুন নির্মিত ঘর উদ্বোধন করবেন। সে উপলক্ষ্যে আয়োজিত উক্ত প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সাংবাদিকদেরকে ব্রিফিং দেন।
এসময় দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি. এম স্পর্শ, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী উপস্থিত ছিলেন। এসময় জানানো হয়, ২২ মার্চ দেবহাটা উপজেলায় ৮৫টি ঘর নতুন উদ্বোধন করা হবে। পূর্বে নির্মিত ঘরসহ মোট ১৬২টি ঘর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এসময় আরো জানানো হয়, প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে দেবহাটা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষনা করা হবে।