কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ মিছিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার সকালে নতুন এই কমিটির পক্ষ থেকে আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা কর্র্মীদের সাথে নিয়ে পৌরসদরে একটি বিশাল আনন্দ মিছিল বের করেন উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ। মিছিলটি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শেখ আশিকুর রহমান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় আগামী দিনে বিএনপি-জামাতের সকল আন্দোলন সংগ্রাম মোকাবেলা করার জন্য এবং দলকে সু-সংগঠিত করে কার্র্যক্রম আর বেগবান করার লক্ষে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন। পরিচিতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, জালালাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা কাউন্সিলর এসএম মফিজুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আবু রায়হান লিটন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবায়ক ইব্রাহিম খান, শাহিদুজ্জামান সাইদ, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ফিরোজ জোয়ার্দ্দার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুুগ্œ-সাধারণ সম্পাদক শেখ মারুফ আহমেদ জনি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুজ্জামান টিটু, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসাইন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল কালাম, সোহেল রানা লাভলু, সাগর হোসেন, ফিরোজ হোসেন, ফারুক হোসেন, আনারুল ইসলাম, আবু রায়হান ও আবু তাহেরসহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট