নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ মে) বিকালে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি সমর্থক গোষ্ঠীর আয়োজনে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি’র সভাপতিত্বে
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধানমন্ত্রীর বক্তব্যে এমপি বলেন,“বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশে^র দরবারে উন্নয়নের রোল মডেল। দেশের জনগণ ডিজিটাল বাংলাদেশের সেবা ঘরে বসে পাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকায় ভোট দিতে হবে। নৌকা জয়লাভ করলে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট করবেন জননেত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ, রাস্তা-ঘাট, ব্রিজ, কালভাট, শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন, বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, মাতৃত্বকালীনভাতাসহ বিভিন্ন সুবিধা দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী করার আহবান জানান এমপি রবি।
” এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, শ্রমিক নেতা বিকাশ চন্দ্র দাস প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ইচ্ছেনদী ভারপ্রাপ্ত সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক
সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিন, ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট
শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীরমুক্তিযোদ্ধা স্বদেশ মল্লিক, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ, ব্রহ্মরাজপুর বাজার কমিটির
সভাপতি আব্দুর রশিদ, ছাত্রলীগ নেতা কাজী সাদিকুজ্জামান দীপ, ইউপি সদস্য মো. আনিসুর রহমান, ইউপি সদস্য আব্দুল হাকিম, লুৎফর রহমান, মৃত্যুঞ্জয় প্রমুখ। উঠান বৈঠক শেষে ব্রহ্মরাজপুর বাজারে সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা।