প্রেস বিজ্ঞপ্তি : মঙ্গলবার ‘জলবায়ু অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জন অংশগ্রহণ’ এই স্লোগানকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশণাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সাতক্ষীরা জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠনের সাথে জলবায়ু বিষয়ক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। সনাক সাতক্ষীরার জলবায়ু বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কল্যাণ ব্যানার্জি’র সভাপতিত্বে বক্তারা প্রাণসায়র খাল রক্ষায় গণসচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা গ্রহণসহ অবৈধ দখল উচ্ছেদ ও প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য একটি পরিকল্পনা গ্রহণের বিষয়ে ঐক্যমত পোষণ করেন। প্রাণসায়র খাল রক্ষার লক্ষ্যে জেলা প্রশাসনসহ সাতক্ষীরা পৌরসভা, পানি উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদ এর সমন্বয়ে একটি যৌথ পরিকল্পনা প্রণয়ন, জন অংশগ্রহণের অংশ হিসেবে নাগরিক সংলাপ আয়োজন, খালপাড়ের দোকান ও বাসিন্দাদের খালে ময়লা না ফেলতে একটি নোটিশ প্রদানের জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের প্রস্তাব করা হয়। গণ-সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারের জন্য মাইকিং, ফেস্টুন, লিফলেট প্রচার করার প্রস্তাব করা হয়। সম্প্রতি জেলা প্রশাসন কর্তৃক প্রাণসায়র খাল রক্ষায় ক্ষুদ্র পরিসওে হলেও যে উদ্যোগ নেয়া হচ্ছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পাশাপাশি সাতক্ষীরা জেলায় জলবায়ু অর্থায়নে গৃহীত সকল প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়। সনাকের সভায় স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, ব্র্যাক এর জেলা প্রতিনিধি মো. রেজাউল করিম খান, লাইট হাউজ’র ডিআইসি ম্যানেজার মোহাম্মদ সনজু মিয়া, ওয়ার্ল্ড ভিশন এর প্রকল্প কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, অনন্য স্বদেশ এর নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান, বারসিক এর গবেষণা সহকারি আসাদুল ইসলাম, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ই-এলাহী, বরসা’র সহকারি পরিচালক মো. নাজমুল আলম, সুশীলনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জি, এম, মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, ভারতেশ^রী বিশ^াস, মো. অলিউর রহমান উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট