নিজস্ব প্রতিনিধি : মঙ্গল শোভাযাত্রা, পূজা অর্চনা ও আলোচনাসভার মধ্য দিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে ভগবান শ্রী শ্রীকৃষ্ণের ৫২৪৫ তম আবির্ভাব তিথি বা শুভ জন্মষ্টমী।
দিবসটি উদযাপন উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শনিবার সকালে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে পূজা অর্চনার আয়োজন করা হয়।
দুপুর ১২টায় জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি স্বপন কুমার শীলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য দেন জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার বিশ^াস।
প্রধান অতিথি বলেন, ভগবান শ্রীকৃষ্ণ শুধু একটি বিশেষ ধর্মের নয়, সমগ্র মানবজাতির কল্যাণে কাজ করে গেছেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ^জিৎ কুমার সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যণার্জী, জয়প্রভু সেবক সংঘের সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ সুশান্ত কুমার ঘোষ, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক ও জন্মাষ্টমী আয়োজক কমিটির আহবায়ক নিত্যানন্দ আমিন, সদস্য সচীব অসীম দাস সোনা, মন্দির সমিতির সাবেক সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন কুমার বিশ^াস, জেলা মন্দির সমিতির যুব কমিটির সাধারণ সম্পাদক শ্রীদাম দে প্রমুখ।
শ্রীমদ্ভগবত গীতায় বলা হয়, যে যেভাবে আমাকে আরাধনা করে আমি সেইভাবে তােিক কৃপা করি। এই বিশ^াসেই মহাকাল ও মহাজগৎ ব্যপ্ত শ্রীকৃষ্ণের আরাধনায় মত্ত বিশে^র সনাতনধর্মালম্বীরা।
বিকেল তিনটার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মায়ের বাড়ি থেকে যাত্রা শুরু করে নবারুন মোড় হয়ে আবার মন্দিরে ফিরে আসে। ফিতে কেটে এ শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ।
এ ছাড়া শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি, তালা, কলারোয়া ও দেবহাটায়ও ভগবান শ্রী শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ষাড়ম্বরে পালিত হয়েছে।#