সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সাতক্ষীরা আইনজীবী সমিতির দ্বিতীয় ভবনে ৪র্থ তলার হলরূমে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এড. আকবর আলী।
প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. আব্দুস সাত্তার।
সদস্য সচিব এড. নূরুল আমিনের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জজকোর্টের জিপি অসিম কুমার মন্ডল, নারী ও শিশু পিপি এড. শেখ আলমগীর আশরাফ, সদর বিএনপির সাবেক আহবায়ক এড. নূরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, এড. এবিএম সেলিম, এড. মোস্তফা জামান, এড. আবু সাঈদ রাজা,এড. শাহরিয়া হাসীব, এড. জি এম ফিরোজ আহমেদ, এড. সিরাজুল ইসলাম-৫, এড. ইমরান হোসেন শাওন, এড. শিহাব মাসউদ সাচ্চু, এড. গোলাম গনি দুদু, এড.জিয়াউর রহমান জিয়া, এড. আল আমিন, এড. ইব্রাহিম হোসেন, এড. সরদার সাইফ, এড. মাগফুর রহমান, এড. আসাদুর রহমান আসাদ, এড. শাহাজান জাহাঙ্গীর, এড. আইয়ুব আলী, এড. ওলিউল্লাহ, এড. শেখ আকরাম হোসেন, এড. আলতাফ হোসেন. এড. আবুল হাসান, এড. এস এম সালাউদ্দি, এড. শফিউল আযম, এড. রফিকুল ইসলাম খোকনসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন এড. আলহাজ¦ নূরুল আমিন।##