নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ভবনে ১৬আগস্ট সকাল দশটায় অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব আবুল হাসান। সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের আয়োজনে সংগঠনের সভাপতি সেখ অলিউল ইসলামের সভাপতিত্বে এবং সঞ্জয় সরকার ও এম আর মোস্তাকের সঞ্চালনে এই কাউন্সিল অধিবেশনে আরও উপস্থিত ছিলেন সাবেক ফিফা এলিট রেফারি তৈয়েব হাসান বাবু, খুলনা বিভাগীয় আম্পায়ারস এসোসিয়েশনের সভাপতি আ মা আখতারুজ্জামান মুকুল, জেলা ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, ডিএফ এ কোষাধ্যক্ষ শেখ মাসুদ আলি, ইদিউজ্জামান ইদ্রিস, ন্যাশনাল কমেন্টেটর ইসমাইল হোসেন মিলন, সিনিয়র ধারাভাষ্যকার জিএম সিরাজুল ইসলাম, জুয়েল আহমেদ ঝিনুক, সেলিম রাজা তুষার , প্রমুখ।
দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালার যোগ দেন বাংলা ক্রীড়া ধারাভাষ্যকার জগতের কিংবদন্তী ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ, বেতার ও টিভির ন্যাশনাল কমেন্টেটর সামসুল ইসলাম।
সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা থেকে প্রায় ৬০ জন ধারাভাষ্যকার এই প্রশিক্ষণ গ্রহণ করেন।