নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, সাতক্ষীরা সদর ০২ আসনে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সদর এমপি মো. আশরাফুজ্জামান আশুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ২১ শে জানুয়ারী সন্ধ্যায় টাউন স্পোটিং ক্লাব এর আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। টাউন স্পোটিং ক্লাব এর সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য ও টাউন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ এবং টাউন স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি আসাদুজ্জামান বাবু, জেলা জাতীয় পার্টির সহ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (বাবু সানা,) টাউন স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি লুৎফুল হাসান, পৌর জাতীয় পার্টির সভাপতি ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, টাউন স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন,কোষাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বিপুল,
পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক। এসময় টাউন স্পোর্টিং ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আপনারা বলেছেন টাউন ক্লাবকে গড়তে হবে। শুধু টাউন ক্লাব নই যতগুলো ক্লাব আছে সবগুলো ক্লাবকে গড়বো। মহিলা ফটবল টিমের অধিনায়ক সাবিনার বাড়ি সাতক্ষীরায় । সে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। এটা আমাদের গর্ব। নির্বাচনের সময় অনেক সাথে ছিলেন। ৭ তারিখের পর থেকে আমি এ বিষয়ে মনে রাখিনি। সাতক্ষীরা পৌরসভার যে বেহালদশা। রাস্তাঘাট খানাখন্দকে পরিনত হয়েছে। সাবেক এমপি পৌর সভায় কোন কাজ করেছে বলে আমার জানা নাই। তিনি আরো বলেন, পৌর সভার সকলকে সাথে নিয়ে একটি মডেল পৌর সভায় রুপান্তর করব ইনশাআল্লাহ। এছাড়া সদর উপজেলা জলাবদ্ধতা দূরীভূত করা হবে।
আপনাদেরকে কেউ হুমকি ধামকি দিয়ে কিছুই করতে পারবে না। সাতক্ষীরার ১৪ ইউনিয়ন এর মানুষ ভালো নাই। তাই ওয়াদা করেছি কাঁচা রাস্তা পাকা করার ব্যবস্থা করা হবে। জনগন আমাকে ভোট দিয়েছে বিনিময়ে
উন্নয়নের মাধ্যমে ঋণ পরিশোধ করবো। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন টাউন স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ঈদ্রীস আলী বাবু।