সাতক্ষীরায় জেন্ডার বৈষম্যহীন ও অধিকারভিত্তিক য²া পরিসেবা প্রদানের লক্ষ্যে সামাজিক অর্ন্তভূক্তির জন্য জেলা পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রীতি এইড ফাউন্ডেশনের আয়োজনে বুধবার সোনারগাঁ কনভেনশান সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সম্প্রীতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সভারঞ্জন শিকদার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ ফরহাদ জামিল, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, ডাঃ ইসমত জাহান সুমনা। অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃৃন্দ, বেসরকারি বিভিন্ন সংস্থার নির্বাহী পরিচালক ও প্রতিনিধিগন এবং সাংবাদিকবৃন্দ।
সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মধ্য দিয়ে য²া কি, য²া রোগের ধরন, য²া রোগ কিভাবে ছড়ায়, য²া রোগে কারা আক্রান্ত হয়, য²া রোগের লক্ষণ, য²া রোগীদের সামাজিক কলঙ্ক ও জেন্ডার বৈষম্য, য²া রোগীদের অধিকার, য²া রোগের চিকিৎসা পদ্ধতি, য²া রোগের চিকিৎসা পাওয়ার ¯’ানসমুহ, জাতীয় আইন, নীতিমালা ও সুপারিশসমুহ উপ¯’াপন করেন বিশেষ অতিথি ডাঃ ইসমত জাহান।
আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিমু বিকাশ কেন্দ্রের ডাঃ জিল্লুর রহমান, হাসপাতাল, ডাঃ মোঃ আশরাফুল ইসলাম, নারায়ণ চন্দ্র মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্র্তা, সাতক্ষীরা, মশিদুল হক, শহর সমাজসেবা কর্মকর্র্তা, সাতক্ষীরা, আয়েশা খাতুন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্র্তা, সাতক্ষীরা, সৈয়দ হাসান মাহমুদ, পরিচালক, ঋষি ফাউন্ডেশন, প্রশান্ত কুমার চক্রবর্তী, ফিজিও থেরাপিস্ট ও সহকারী ম্যানেজার, স্বা¯’্য বিভাগ, ঋশিল্পী, জামাল উদ্দীন হোসেন, প্রোগ্রাম অফিসার, ব্রাক য²া নিয়ন্ত্রণ কর্মসূচী সাতক্ষীরা সদর।
প্রধান অতিথি বলেন, সরকার য²া রোগের জন্য যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করছে এবং সকল সরকারী স্বা¯’্য কেন্দ্রগুলো জেন্ডার বৈষম্যহীন ও অধিকারভিত্তিক য²া পরিসেবা প্রদান করছে। এরপরও কিছু কিছু বি”িছন্ন ঘটনা ঘটছে। সেগুলোর জন্য সচেতনতা বৃদ্ধিতে ঈঝঙ সমুহ সরকারের পাশাপাশি কাজ করে যা”েছ। তিনি উপ¯ি’ত অতিথিদের য²া পরিসেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বলেন বাংলাদেশ সরকারের লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে আমাদের দেশ থেকে য²া রোগ বিদায় করতে হবে। তাই আমরা সম্মিলিতভাবে এই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করব। প্রেস বিজ্ঞপ্তি