কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী চ্যাম্পিয়ন হয়েছেন। দেবহাটা অফিসার্স ক্লাবের উদ্যোগে ইউএনওর বাসভবনের পাশে উক্ত টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত খেলায় ৮টি জুটি অংশগ্রহণ করে।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার, দেবহাটা থানার অফিসার ইনচার্জসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ৮টি জুটিতে সৌহার্দ্যপূর্ন ও আনন্দমুখর পরিবেশে উক্ত খেলাটি বেশ উপভোগ্য হয়।
খেলার ফাইনালে একদিকে অংশগ্রহণ করে দেবহাটা থানার ওসির নেতৃত্বে ওসি ও দেবহাটা এসি ল্যান্ড অফিসের বড়বাবু মোজাম্মেল হোসেন জুটি এবং অন্যদিকে অংশগ্রহণ করে দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান ও দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন জুটি। খেলায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী জুটি বিজয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার আর্প দলসহ সেরা খেলোয়াড়কে পুরষ্কার প্রদান করা হয়।
চ্যাম্পিয়ন হওয়ার পরবর্তী দেবহাটা থানার ওসি হযরত আলী চমৎকার এই আয়োজনের জন্য দেবহাটা অফিসার্স ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানসহ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। খেলাটি দেখতে অনেক দর্শক দুর দুরান্ত থেকে সমবেত হয়।