শ্যামনগ প্রতিনিধি :
সাতক্ষীরা’র শ্যামনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় হযরত আলী নামের এক ইতালি প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে নকিপুর এলাকার সুন্দরবন ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী শ্যামনগরের নকিপুর গ্রামের মৃত ছুরমান গাজীর পুত্র।
স্থানীয়রা জানান, হযরত আলী বাজার নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিনি পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডা: ফাতেমা ইদ্রিস ইভা তাকে মৃত্যু ঘোষণা করেন। এঘটনায় শ্যামনগর পৌরসভার দাতপুর গ্রামের হযরত আলীর পুত্র ট্রাকচালক ফারুক হোসেন কে আটক করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন আহমেদ বলেন, এঘটনায় ট্রাক চালক কে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।