নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৫৩ তম জাতীয় স্কুল , মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৮ ই ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সমিতির সহ- সম্পাদক ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রউফ এর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষণ সমন্বয়কারী মো. সোহেল রানা।
উদ্বোধনী খেলায় ক্রিকেট টুর্নামেন্টে কলারোয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় বনাম শ্যামনগর নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক সাগর হোসেন, রসুলপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আশরাফুর রহমান, এ করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোবাশশেরুর রহমান, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাফিজুর রহমান, ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন মন্ডল, এসএম নাজমুচ্ছায়াদাত। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খেজুরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম ঈদুজ্জামান ঈদ্রিস।