প্রেস বিজ্ঞপ্তি
৪ মার্চ’২০২৫ তারিখ বিকালে দেবহাটা উপজেলার কুলিয়া বাজার সংলগ্ন বিএনপি অফিসে কুলিয়া ইউনিয়ন তাঁতীদলের আয়োজনে কুলিয়া ইউনিয়ন তাঁতীদলের কমিটি গঠন উপলক্ষ্যে দেবহাটা উপজেলা তাঁতীদলের আহ্বায়ক হিরন কুমার মন্ডলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবির হোসেন লিওনের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক শেখ মাহমুদুল ইসলাম বুলবুল, দেবহাটা উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক গোলাম রসুল খোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক রাফিজুর রহমান, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, সংগঠন শক্তিশালী ও বিস্তৃতি করার জন্য শিক্ষিত, সক্রীয় ও ভালো সংগঠকের সমন্বয়ে কমিটি গঠনের বিকল্প কিছু নেই।
কমিটিতে ফ্যাসিস্টদের সহযোগী কাউকে স্থান দেয়া যাবে না।