আশাশুণী প্রতিনিধি:
আশাশুনি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আশিকুর রহমান তুহিন, মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, শেখ আব্দুর রশিদ, নুরুল হক খোকন, আব্দুল আলিম, চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আবু হেনা মোস্তফা কামাল, এড এবিএম সেলিম, এড. গোলাম গনি দুদু, শাহরিয়ার জামান, খালিদুজ্জামান টিপু, আব্দুল করিম ঢালী, রবিউল আওয়াল ছোট, মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম টোকন, আজহারুল ইসলাম মন্টু, তুহিনউল্যাহ তুহিন, জুলফিকার আলি জুলি ,
আরাফাত রহমান পলাশ, আমির হোসেন বাদশা, মোঃ হাবিল, ইউনুস আলী, আক্তারুজ্জামান আকতার, আজগার আলী, মাসুদ করিম, মফিজুল ইসলাম, খোরশেদ আলম সহ প্রত্যেক ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বলেছেন সকল বিষয় ও পিছনের ভেদাভেদ ভুলে যেয়ে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকলকে এক কাতারে আসতে হবে। এবং সকল পর্যায়ের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আশাশুনি উপজেলা বিএনপির সব নেতারা একসাথে বসে ইফতার মাহফিল সফল করার জন্য একমত পোষণ করেন। সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয় প্রত্যেক ইউনিয়নে পৃথক পৃথক ইফতার মাহফিল হবে এবং আগামী ২১ রমজান আশাশুনিতে উপজেলা পর্যায়ের ইফতার মাহফিল হবে।