নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় কুরআনের হাফেজকে প্রকাশ্যে মারপিট, কান ধরে উঠবোসসহ হেনস্থা ঘরার ঘটনায় ৩০ হাজার টাকায় রফাদফা করেছে বাজার কমিটি। প্রকাশ্যে মাপ চেয়ে বাজার কমিটির ঐ সভাপতি আয়ুব আলী বলেন, জনরোশ থেকে বাঁচাতে আমি হিসেবে হুজুরকে মেরেছি। এজন্য আমি ক্ষমা চাচ্ছি। আলেমের উজ্জতের মূল্য ৩০ হাজার টাকা এমন অভিযোগ তুলে তাৎক্ষণিক প্রতিবাদ করেন শালিশে উপস্থিত জনতা।
ভুক্তভুগি সেই আলেম জানান, একটি ইজিবাইক কিনে দেওয়ার নাম করে মধ্যস্থকারী তাকে শালিশে বসান। পরে সেই মধ্যস্থকারী ৩০ হাজার টাকার বিনিময়ে মাফ করে দিতে বলেন। আমি বাধ্য হয়ে সকলকে মাফ করে দিই।
এর আগে ৩০ এপ্রিল সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন কদমতলা বাজারে হাফেজ সাদ্দাম হুজুরকে মারপিট ও অপমান করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতেই হয় বিপত্তি। আলেম সমাজ হয় ক্ষুদ্ধ। প্রতিবাদের ঝড় উঠে।
বিষয়টি সমাধানের জন্য মুস্তাফিজুর রহমান উভয় পক্ষকে নিয়ে শালিশের আযোজন করেন। ২মে শুক্রুবার সকাল ১১টার দিকে সুলতানপুর বড়বাজার কমিটির উপস্থিতে এ শালিশ অনুিুষ্ঠত হয়।
এদিকে ভুক্ত ভোগী দেবহাটার বহেরা আমিনিয়া দারুল কুরআন হিফজুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জমিদাতা ও শিক্ষক, এবং ক্যাশিয়ার হাফেজ সাদ্দাম হুজুর সকলকে মাফ করে দেন বলে জানান।