ক্রেতা সুরক্ষা আন্দোলন (সিআরবি) সাতক্ষীরা জেলা শাখার ২০২৫-২৭ মেয়াদের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। ২৫ মে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ডিজাইনার কে জি এম সবুজ স্বাক্ষরিত একপত্রে উক্ত কমিটি বিলুপ্তি ঘোষনা করেন।
উক্ত পত্রে বলা হয়েছে গত ২০২৫ সালের ৩ ফেব্রæয়ারি স্মারক নং প্রশা/প/সিআরবি-৫৮৭/০২ এর মাধ্যমে সাতক্ষীরা জেলা শাখার ২০২৫-২০২৭ মেয়াদের কমিটি অনুমোদিত হয়। কিন্তু অনুমোদনের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও উক্ত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হয়নি। একাধিকবার সংশ্লিষ্ট কমিটির কার্যকারিতা পুনরুজ্জীবিতকরণ এবং গঠনগত সংস্কারের প্রয়াস গ্রহণ করা হলেও প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় এ সকল চেষ্টা ফলপ্রসূ হয়নি।
এছাড়া বর্তমানে সাতক্ষীরা জেলা শাখার ক্রেতা অধিকার সুরক্ষা সংক্রান্ত কোনো কার্যক্রম গৃহীত হচ্ছে না এবং কমিটির সভাপতিসহ একাধিক সদস্য তাদের সদস্যপদ নবায়ন করেননি। এসব কারনে উক্ত কমিটির বিলুপ্তি ঘোষনা করা হল। প্রেস বিজ্ঞপ্তি