তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীম হোসেন কে জবাই করে হত্যা করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা তার শয়নকক্ষে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। শনিবার সকালে পরিবারের সদস্যরা তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। কে বা কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পুলিশ বলছে, ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।