নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ডিবি ইউনাইটেড হাই স্কুলের আয়োজনে শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সম. সহিদুল ইসলাম। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষা মানুষের মৌলিক অধিকার। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তরুণ প্রজন্মকে আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও সাহিত্যিক ডা. মো. আবদুল ওহাব আজাদ, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুর রশিদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান।
বক্তারা বলেন, ‘শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকলে চলবে না, ক্রীড়া ও সংস্কৃতি একজন শিক্ষার্থীর মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করে। তারা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা, বিজ্ঞানমনস্কতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।’
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পাশাপাশি এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৯ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।