আবু ছালেক : ফিংড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ভি ডব্লিউ বি কার্ড ধারীদের মধ্যে চাউল বিতরণ করা হয়েছে। সোমবার এ চাউল বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমদ।
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৫ -২০২৬ ভি ডব্লিউ বি কার্ড ধারীদের মধ্যে চাউল বিতরণ কালে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমদ বলেন ফিংড়ী ইউনিয়নে ২২৬ জন গরিব অসহায় মহিলাদের মধ্যে গণপ্রজাতন্ত্রী সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ভি ডব্লিউ বি কার্ডধারীদের মধ্যে ৩০ কেজি করে চাউল দেওয়া হল, এদেরকে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে, তিনি আরো বলেন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, পরিবারের কোন সদস্যকে বাল্যবিবাহ দেওয়া যাবেনা ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ফিংড়ীর চেয়ারম্যান লুৎফর রহমান, মেম্বর সাংবাদিক মোঃ আবু ছালেক,মাহফুজ সরদার, আরশাদ আলী, খান আব্দুল হামিদ, জাহিদুজ্জামান বাবু, আবু সাঈদ মোল্লা, রেবেকা সুলতানা, রত্না রানী সরকার, সালমা খাতুন, সচিব আলকাজ উদ্দিন, ৩০ কেজি করে চাউল পেয়ে খুশি হয়েছে ২২৬ জন কার্ড ধারি মহিলা সহ তাদের পরিবারের সদস্যরা।