নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলার মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলার মাসিক এনজিও সমন্বয় সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধিরা তাদের উন্নয়নের কার্যক্রম মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। জেলাকে ভিক্ষুক মুক্ত করতে এবং তাদেরকে পুর্নবাসন করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। এছাড়া স্বস্থ্য, শিক্ষা, সুপেয় পানি ও স্যানিটেশন বিষয়ে উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার খান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক দেবাশিষ সরদার, সহকারি কমিশনার সাদিয়া আফরিন, ডিআই ও ওয়ান মো. মিজানুর রহমান, ঢাকা আহসানিয়া মিশনের জেলা প্রতিনিধি মুন্নী জাহান, প্রকল্প সমন্বয়কারী বিপ্লব কুমার ঠাকুর, সুশীলন এনজিও’র সিনিয়র প্রোগ্রাম অফিসার জি.এম মনিরুজ্জামান, ব্রেকিং দ্য সাইলেন্স এর মনিরুজ্জামান টিটুসহ কমিটির সদস্যবৃন্দ।