নিজস্ব প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ আসনটির অলিগলি ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ভোট চাইছেন তিনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের বাবুলিয়া বাজার, আবাদেরহাটসহ বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন।
এ সময় তিনি সাধারণ ভোটার, দোকানদার, কৃষক, শ্রমজীবী মানুষসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগকালে সাবেক এমপি আশু বলেন, ভোটারদের কাছে গিয়ে আমি দেখছি মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়, উন্নয়ন চায়। আমি দল-মতের ঊর্ধ্বে উঠে সকলের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। বাজার, রাস্তা, ড্রেনেজ, পানি নিষ্কাশন, কৃষক ও ব্যবসায়ীদের সমস্যা, সবকিছুর সমাধানে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেব। আমি নির্বাচিত হলে সদর–দেবহাটার প্রতিটি ইউনিয়নের উন্নয়নকে অগ্রাধিকার দেব, কোনো এলাকার মানুষ অবহেলিত থাকবে না।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা তরুণ পার্টির সদস্য সচিব আব্দুল কাদের,
জেলা শ্রমিক পার্টির আহবায়ক মাগফুর রহমান, সদর উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, সরকারি কলেজ ছাত্রসমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত, আগরদাঁড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহাজাহান আলী (ছোটো বাবু), সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবু, ৮নং ওয়ার্ডের সভাপতি আক্তারুজ্জামান, জাতীয় পার্টি নেতা আব্দুস সাত্তার মেম্বার, সিরাজুল ইসলামসহ দলের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থকরা।

