শ্যামনগর ব্যুরো : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা আহবায়ক কমিটি কর্তৃক অগণতান্ত্রিকভাবে কতিপয় অযোগ্য, অদক্ষ্য, দুর্নীতির ও স্বার্থন্বেষী ব্যক্তিদের দিয়ে শ্যামনগর উপজেলার গোপন ও পকেট কমিটি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শ্যামনগর পূজা উদযাপন পরিষদের ত্যাগী নেতৃবৃন্দ ও সর্বস্তরের হিন্দু জনতার আয়োজনে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে উক্ত বিক্ষোভ মিছিল ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে গোপন ও পকেট কমিটি প্রত্যাহার এবং জেলা আহবায়ক সুভাষ ঘোষ, যুগ্ম আহবায়ক নয়ন কুমার সানা, হিন্দু বিভাজন কারী মনোরঞ্জন মুখার্জিকে জেলা পূজা উদযাপন পরিষদ থেকে বহিস্কার করতে হবে। শ্যামনগর উপজেলা পূজা উৎযাপন পরিষদের আহবায়ক রনজিৎ বরকন্দাজ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাস, কিরণ শংকর চ্যাটার্জী, মহাদেব মন্ডল, সন্তোষ কুমার বৈদ্য, তরুণ কর্মকার, অমল মন্ডল, বিষ্ণুপদ মন্ডল, অরুন দাস, দেবাশীষ ঘোষ, এ্যাড. স্বপন মন্ডল, প্রভাষক বিপ্রকাশ মন্ডল, জয়ন্ত মন্ডল, পরিতোষ মন্ডল, রনজিৎ দেবনাথ, কানাই বাঁছাড়, ব্রজেন মন্ডল, উৎপল জোয়ারদার, পিযুষ কান্তি মন্ডল প্রমুখ। শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের সকল নেতৃবৃন্দ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট