শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে মৎস্য সপ্তাহ-২০১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। গত ১৮ ই জুলাই থেকে সারা দেশ ব্যাপি মৎস্য সপ্তাহ পালনের অংশ হিসাবে শ্যামনগরেও শুরু হয়।মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্যামনগর মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্টিত হয়ে আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনাতনে এই অনুষ্ঠান শেষ হয়। মৎস্য সপ্তাহ সমাপনি অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ সাদীদ, সহকারি কমিশনার (ভূমি) ,শ্যামনগর ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজিবি কমিটির সভাপতি এস এম আফজালুল হক ,উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, উপজেলা ওসিসি প্রনব কুমার ,বারসিক কর্মকর্তা রামকৃষœ জোয়ারদার , ,বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান, সাংবাদিক সরদার আমজাদ হোসেন মিঠু সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি বৃন্দ।স্থানীয় মৎস্য চাষিরা মাছ চাষে বিভিন্ন ভাবে অবদান রাখায় অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেনীতে ৯ জন চাষিকে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন।
পূর্ববর্তী পোস্ট