দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জনসচেতনতা সৃষ্টি করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার নিজ কার্যালয়ে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “করাপশন দূর করতে হবে আমাদের। কারণ কোনো কাজ করতে গেলে সেখানে যদি করাপশন হয়, আর সেটুকুই যদি খেয়ে ফেলে তাহলে আমার উন্নয়নের ছোঁয়াটা গ্রাম-বাংলায় বা কোথাও লাগবে না।
“কাজেই এ ব্যাপারে আপনাদেরকে জনসচেতনতাও সৃষ্টি করতে হবে এবং নিজেদেরকে এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে হবে,” জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, দেশের মানুষের কল্যাণের জন্য, মানুষের ভাগ্য গড়ার জন্য কাজ করবে- এটাই যেন সবার লক্ষ্য হয়।
দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুকে উদ্ধৃত করে তিনি বলেন, “করাপশন আমার বাংলার কৃষক করে না। করাপশন আমার বাংলার মজদুর করে না। করাপশন করি আমরা শিক্ষিত সমাজ; যারা তাদের টাকা দিয়ে লেখাপড়া শিখেছে।”
প্রধানমন্ত্রী জানান, দেশকে ডিজিটালাইজড করতে তার সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার ফলে দুর্নীতিও নিয়ন্ত্রণ হচ্ছে। এখন আর ওই টেন্ডারের বাক্স ছিনতাইয়ের ঘটনা খুব বেশি শোনা যাচ্ছে না।
“ডিজিটালাইজ করার ক্ষেত্রে কয়েকটা মন্ত্রণালয় এখনো একটু পিছিয়ে আছে। কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমরা ডিজিটালাইজড করে দেওয়ার ফলে এখন অনেকটা স্বচ্ছতা চলে এসেছে। কাজেই এটা আমাদের অব্যাহত রাখতে হবে।”
সরকারি কাজের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং নতুন নতুন উপায় উদ্ভাবন করে সরকারি সেবা প্রদান সহজ করতে তার দপ্তরের অধীনে ‘গভর্নেন্স ইনোভেশন ইউনিট’ চালু করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।