মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৬ উদযাপন উপলক্ষ্যে বিষয় ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বক্তৃতার বিচারক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. এফ. এম এহতেশামূল হক, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, এন ডিসি মো. আবু সাঈদ, জেলা শিল্পকলা একাডেমী’র সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন, সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র সহকারী প্রকৌশলী জুয়েল রানা, খালিদ হাসান, উপ-সহকারী প্রকৌশলী মতিয়ার রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগ নেতা শেখ তৌহিদুর রহমান ডাবলু, ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি বিকাশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জালাল ফকির, তোফাজ্জেল হোসেন, সিরাজুল ইসলাম, মোস্তফা, আবিদ হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।