ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের দক্ষিণাঞ্চলীয় জেলা শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর তল্লাশি দলের ওপর হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে এক মেজরসহ দুই সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক সেনা।
স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
রাজ্য পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, শোপিয়ান জেলার জয়পুরা এলাকার আশপাশে সন্ত্রাসীরা লুকিয়ে থাকতে পারে বলে বুধবার রাতে খবর পান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ খবরের ভিত্তিতে সেই এলাকায় তল্লাশি চালানো হয়।
তল্লাশি চলাকালে সেনাদের ওপর গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে তিন সেনা আহত হন। পরে দ্রুত তাঁদের কাশ্মীরের রাজধানী শ্রীনগরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে মেজরসহ দুজনের মৃত্যু হয়।
এই হামলার ঘটনায় জড়িতদের সন্ধানে শোপিয়ানে তল্লাশি চলছে।
এদিকে, আলাদা ঘটনায় কাশ্মীরের কুলগ্রাম জেলার গোপালপোরা গ্রামে আজ সকালে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, ওই দুজন একটি ব্যাংকের গাড়িতে হামলায় জড়িত, যেটিতে পাঁচ পুলিশ সদস্য ও ব্যাংকের দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছিলেন।
পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার সকালে কাশ্মীর উপত্যকার পুলওয়ামায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হন জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার অন্যতম সংগঠক আবু দুজানা ও তাঁর এক সহযোগী। এ ঘটনার পরই বিক্ষোভে ফেটে পড়েন পুলওয়ামার বহু বাসিন্দা। এর রেশ না কাটতেই বৃহস্পতিবার দুই সেনা নিহত হলো।