কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেবনাথ।
অনুষ্ঠানে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
প্রধান অতিথি বিষয়বস্তর বিভিন্ন দিক তুলে ধরেন ও করণীয় সম্পর্কে অবহিত করেন।
স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, শিক্ষক জামিলা খানম, ইব্রাহিম হোসেন, আজহারুল হক, ফজলুল হক, উৎপল কুমার সাহাসহ সকল শিক্ষকমন্ডলী।
পূর্ববর্তী পোস্ট