কালিগঞ্জ ব্যুরো : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পূর্ব মুহুর্ত্বে উপজেলার ফুলতলা মোড় সেচ্ছাসেবকলীগ কার্যালয়ে উপজেলা সেচ্ছাসেবকলীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবকলীগগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম না হলে বাংলাদেশ হতো না। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট গভীর রাতে সেনাবাহিনীর মধ্যে থাকা ঘাতকরা স্ব-পরিবারে কাপুরুষের মতো জাতির পিতাকে হত্যা করেছিল। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা ভাগ্যক্রমে দেশের বাহিরে থাকায় জীবনে বেঁচে যায়। বঙ্গবন্ধুকে হত্যা পর তারা মনে করে ছিল এই সোনার দেশটি পাকিস্থানের হাতে তুলে দেবে। কিন্তু সে আশা তাদের পূর্ণ হয়নি। তাই বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে কিন্ত বাংলার সাধারণ মানুষ বারবার তা প্রতিহত করেছে। বহু প্রতিবন্ধকতা অতিক্রম করে ১৯৯৬ সালে নির্বাচনে অংশ গ্রহন করে দেশের হাল ধরেন। ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে অধিক আসন নিয়ে পুনরায় দেশের ক্ষমতায় আশায় সকল ক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে। সেই সুত্রে সাতক্ষীরাবাসি একটি মেডিকেল কলেজ পেয়েছে। উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুশুলিয়া ইউপি চেয়ারম্যান উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খোকন, দেবহাটা উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও ভাইসচেয়ারম্যান মাহাবুবুল আলম খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম লস্কর, বিষ্ণপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহ আলম প্রমুখ।
কালিগঞ্জে সেচ্ছাসেবকলীগের শোক দিবস পালন
পূর্ববর্তী পোস্ট