বাঁশদহা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা শিশু তলা মোড় হতে মাধবকাটির বাজার পর্যন্ত প্রায় সাড়ে তিন কি. মি. রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশা। যেন দেখার কেউ নেই। যার সংস্কার একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। রাস্তাটির অধিকাংশ স্থানে খানা খন্দকে পরিনত। এমনকি রাস্তাটির খোয়া বালু ও পিচ উঠে কার্পেটিংয়ের লেশ মাত্র নেই। এই রাস্তা দিয়ে পার্শবর্তী বাঁশদহা, তলুইগাছা, কেড়াগাছি, বেলেডাঙ্গা, সোনাবাড়িয়া গ্রামের হাজার হাজার পথযাত্রী প্রতিনিয়ত যাতায়াতে চরম দূরভোগে পোহাতে হচ্ছে। আর বিভিন্ন শ্রেনী পেশার মানুষ চাকুরীজীবি, ব্যাবসাজীবি, কৃষিজীবি, দিনমুজুরী সহ- রয়েছে এ রাস্তার সাথে প্রতক্ষ যোগাযোগ । তার মধ্যে কমলমতি শিশু সহ স্কুল- কলেজ পড়–য়া ছাত্র/ছাত্রীদের যাতায়াতের এটিই হলো এক মাত্র কেন্দ্র স্থলের পথ। আর বর্ষা এলেই হাটু পানি জমে আছে যেন রাস্তায় চলতে গেলে জানটা হাতের মুঠোয় নিয়ে চলতে হয়। কখন না জানি কোন বিপদ ঘটে। সরোজমিনে দেখা গেল এ রাস্তাটির অধিকাংশ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে প্রধান এ সড়কটি যান চলাচল বন্ধ হওয়ায় উপক্রম প্রায়। ইতি মধ্যেই হয়ত দূরঘটনা এড়াতে পরিত্যক্ত ঘোষনা হতে পারে। বর্ষা মৌসুমের শুরুতেই এমন অবস্থা যে, বর্ষার মাঝে ও শেষের দিকে এমনিতে রাস্তাটি দিয়ে সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে বলে ধারনা করেছেন সর্ব মহল। আর রাস্তার এমন বেহাল দশার কারণে রোড পরিবর্তন করে বেশী পথ পাড়ি দিয়ে পথ চলতে শুরু করেছে অধিকাংশ মানুষ। এতে করে জীবন যাত্রায় ব্যায় ভার বেড়ে গেছে অনেক গুনে। এ বিষয়ে সদর উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আশা রাখি আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়ত কাজে হাত দিতে পারি। সচেতন এলাকা বাসির সংশ্লিষ্ঠ কতৃপক্ষের প্রতি আশু হস্তপেক্ষ কামনা করেছেন।