নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক আব্দুর রহমানের সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এ থাকা-খাওয়া ও অন্যান্য সুযোগ-সুবিধা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক কাজী সিরাজুল হক স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ দেওয়া হয়।
একইসাথে আব্দুর রহমান পত্রপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে তার নিকট থাকা প্রতিষ্ঠানের যাবতীয় জিনিসপত্র সাধারণ সম্পাদকের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আব্দুর রহমান সাতক্ষীরা শহরের মুনিজতপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
এদিকে আহছানিয়া মিশন সূত্রে জানা গেছে, মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এ ১২ বছর পর্যন্ত থাকা খাওয়া বিনামূল্যে পেয়ে থাকে এতিম ও অসহায় শিক্ষার্থীরা। কিন্তু আব্দুর রহমান নিয়ম বহির্ভূতভাবে বিনামূল্যে মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এ থাকা খাওয়ারসহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করত। এছাড়া তার বিরুদ্ধে প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাথের অভিযোগও রয়েছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মিশন কর্তৃপক্ষ। তদন্তের দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা গেছে।
আহছানিয়া মিশন এতিমখানায় আব্দুর রহমানের গৃহীত সুযোগ সুবিধা বন্ধের নির্দেশ
পূর্ববর্তী পোস্ট