আহম্মাদ উল্যাহ বাচ্ছু : সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন বলেছেন, ভূমি ব্যবস্থপনা ও সেবা গ্রহীতাদের সকল প্রকার সেবা প্রদান করতে ডিজিটাল অনলাইনের মাধ্যমে সকল ধরণের সেবা কার্যক্রম হাতে নিয়েছে সরকার। সাধারণ মানুষ যাতে ভূমি অফিসে এসে দালালদের কাছে প্রতরিত না হয় সে জন্য উপজেলা ভূমি অফিসটি সিসি ক্যামেরার আওতাভূক্ত করা হয়েছে। সরকারি অফিসে সকল ধরণের সেবা দিতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সব সময় সজাগ থাকতে হবে। বুধবার বেলা দুপুর ১২টায় উপজেলা (ভূমি) অফিসের অনলাইন সাভির্স সুইচ টিপে চালু, তথ্য সেবা কেন্দ্র কাম হেল্পডেক্স ও সেবা গ্রহীতাদের বসার জন্য (গোল চত্ত্বর) অরণি উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বিশিষ্ঠ ব্যবসায়ি ও সমাজ সেবক আলহাজ্ব শেখ রিয়াজুল ইসলাম, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন পাড় প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক ভূমি অফিসের কর্মচারীদের মাঝে পোশাক প্রদান কালে বলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম ইতিমধ্যে সাধারণ মানুষের সেবার মান বাড়াতে আধুনিক তথ্য সেবা কেন্দ্র কাম হেল্পডেক্স, উন্নতমানের আইপি ক্যামেরা অডিও ডিভাইস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত অফিসের সকল কার্মকান্ড নিয়ন্ত্রনসহ কর্মকতাদের ল্যাবটব, ডেক্সটব কম্পিউটার ও প্রিন্টার স্কানারের ব্যবস্থা গ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে তিনি তারালী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। দুপুর ১টায় উপজেলা সদরের কাঁকশিয়ালী নদীর তীরে প্রেসক্লাব সংলগ্ম মুক্তিযোদ্ধা ইকো পার্ক তৈরীর জন্য নির্দ্ধারিত জায়গা পরিদর্শন করেন। দুপুর দেড়টায় নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সার্বিক তত্বাবধায়নে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত লাইব্রেরীর ফিতা কেটে উদ্বোধন, উপজেলা ল্যাবরেটরী স্কুলের দ্বিতল ভবনের ফলক উম্মোচন করেন। এর আগে তিনি বিশেষ প্রতিবন্ধী এমজেএফ স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি উন্নত মানের ইঞ্জিনভ্যান বিতরণ করেন। বিকেল সাড়ে ৩টায় পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ হওয়ায় বিদ্যালয়টি পরিদর্শন করেন। সেখানে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প ন্যাশনাল সার্ভিসের আওতায় বেকার যুবক/যুব মহিলাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও তাদের সাথে মতবিনিময় শেষে আলোচনা সভায় জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন বলেন ন্যাশনাল সার্ভিস প্রধানমন্ত্রীর একটি বিশেষ উদ্যোগ। সাতক্ষীরা জেলার সকল উপজেলায় এই কার্যক্রম পর্যায়ক্রমে চালু করা হবে। এর ফলে জেলায় আর কোন যুবক/যুবতী বেকার থাকবে না। এই প্রশিক্ষন মাধ্যমে তারা দক্ষতা অর্জন করে সরকারি ও বেসরকারি ভাবে চাকুরীর সুযোগ পাবে। সরকারি চাকুরীর সুযোগ না পেলেও তার মৎস্য চাষ, পশু ও হাঁস মুরগী পালন করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। এসময় বক্তব্য রাখেন মডেল পাইলট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান, সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহামুদ রঞ্জু, পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক বরুণ কুমার দত্ত। অনুষ্ঠাটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক ও ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষাণার্থীরা উপস্থিত ছিলেন।