নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবে শান্তির প্রতিক ও মঙ্গলের প্রতিক দেবী দুর্গার আগমনে মহানবমীতে বিভিন্ন পূজা মণ্ডপে উৎসব ও উদ্দীপনার শেষ নেই। ঢাক, ঢোল, কাসর ঘন্টা, শাঁখ ও উলুধবনিতে মণ্ডপগুলো উৎসবে প্রানবন্ত উচ্ছাসের ছোয়া আভা ছড়াচ্ছে। দুর্গতি নাশিনী, অসুর বিনাসিনী দেবী দুর্গাকে দেখতে মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভীড়। সোমবার মহানবমী পূজায় সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বক্তব্যে বলেন, ‘আবহমান কাল ধরে এ দেশে হিন্দু মুসলিমসহ সকল ধর্মের মানুষ মিলে মিশে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি অনিষ্ঠ করতে মাথা চাড়া দিয়ে উঠতে পারবেনা। কোনভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া হবেনা’। তিনি সদরের ১২ নং বল্লী ইউনিয়নের শ্যামপুর সার্বজনীন পূজা মন্দির, আখড়াখোলা সার্বজনীন, আমতলা বাসাবাটি সার্বজনীন পূজা মণ্ডপসহ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও জজকোর্টের পিপি এড, ওসমান গনি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, এপিপি এড. তামিম আহমেদ সোহাগ, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, রাম প্রসাদ বিশ্বাস, মীর হাবিবুর রহমান(বিটু), যুবলীগের তুহিনুর রহমান তুহিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, মো. আকবর আলী, শেখ আজহারুল ইসলাম, আবতাবুজ্জামান লাল্টু, মো. শাহিদুল ইসলাম, দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট