মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় র্যালি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জাতীয় শ্রমিকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পলিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা পাওয়ার হাউজ চত্বরে জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, ১৯৬৯ সালের ১২-ই অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিকলীগ প্রতিষ্ঠাত করেন। জাতীয় শ্রমিকলীগ বাংলাদেশ আওয়ামীলীগের একটি শক্তিশালী সংগঠন। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখতে শক্তিশালী ভূমিকা রাখতে পারে এ সংগঠন। দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী প্রজন্মকে দেশের সামগ্রিক উন্নয়নে কাজে লাগাতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন এপিপি এড. শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর শ্রমিকলীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি বিকাশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, মো. জালাল ফকির, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আব্দুল কাদের কাদু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ, সহ-সভাপতি শেখ তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, জেলা অটো রিকসা অটো টেম্পু মালিক সমিতির সভাপতি মো. মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. গাউস আলী সরদারসহ জেলার বিভিন্ন ট্রেড ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশীদ।
পূর্ববর্তী পোস্ট