শ্যামনগর প্রতিনিধি : উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী কালিকা দূর্গা মন্দিরের জায়গা অবৈধ দখল থেকে রক্ষার্থে জেলেখালী-ধুমঘাট সর্বত্র হিন্দু সম্প্রদায়ের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল, মুন্সিগঞ্জ জেলেখালী কালিকা দূর্গা মন্দিরের সভাপতি বিষ্ণুপদ ঘরামী, গোপালপুর পূজা কমিটির সাধারণ সম্পাদক পিযুষ কান্তি মন্ডল, ধুমঘাট হাঁচার চক পূজা কমিটির সভাপতি কৃষ্ণপদ মন্ডল সহ সদস্য ও গ্রামবাসি বৃন্দ, সাহিত্য সম্পাদক ডাঃ দেবীরজ্ঞন মন্ডল, হিন্দু মহাজোট শ্যামনগর উপজেলা শাখার সংগঠনিক সম্পাদক সুশান্ত ঘরামী সহ সর্বস্থরের হিন্দু সম্প্রদায়ের জনসাধারণ। মানববন্ধন শেষে উপস্থিত বক্তরা বলেন, জেলেখালী কালিকা- দূর্গা মন্দিরের জায়গা ও এর পার্শ্ববর্তী কিছু জায়গা ছোট ভেটখালী গ্রামের মরহুম দীনালী কাগুচীর পুত্র আলহাজ্ব আহম্মদ আলি কাগুচী, বড় ভেটখালীর মরহুম কালাচাঁদ গাজীর পুত্র আব্দুল মজিদ গাজী, সুলতান কাগুচীর পুত্র মোঃ জিন্দাগির কাগুচী, মৃরগাং গ্রামের মোঃ আলি কাগুচীর পুত্র রেজাউল কাগুচী সম্মিলিত ভাবে অবৈধভাবে গায়ের জোরে দখল নিয়ে বসেছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত সকলে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে মন্দির ও এর পার্শ্ববর্তী জায়গা ফিরে পাওয়ার দাবী জানান।
মুন্সীগঞ্জে দুর্গা মন্দিরের জায়গা রক্ষার্থে সমাবেশ ও মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট