নিজস্ব প্রতিনিধি : অর্ধ শতবর্ষী বটগাছকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদ ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সাতক্ষীরা সদরের কুশখালি ইউনিয়নের ভাদড়া বাজারে শনিবার বেলা ১১টায় এ মানববন্ধন করা হয়। ভাদড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুল বাসারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুবলীগের সহ সভাপতি রাজীবুল আলম সোহেল, এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সজীবুর রহমান, সাবেক ইউপি সদস্য মজ্ঞুরুল ইসলাম, দুখুমিয়া, আব্দুল মজিদ, আয়নুর দফাদার, মনিরুল ইসলাম,হাফিজুর রহমান, একুব আলী প্রমূখ। এি সময় বক্তারা বলেন, নিজের নির্মাণাধীন মার্কেটের কারণে পরিকল্পিতভাবে অর্ধ শতবর্ষী বটগাছকে ড্রিলার দিয়ে ছিদ্র করে তার মধ্যে বিষ ঢুকিয়ে গাছটি মেরে ফেলা হয়েছে। বিদেশ প্রবাসী মৃগীডাঙ্গা গ্রামের মৃত আফসউদ্দীনের ছেলে আব্দুর রশিদ তার ভাই সিদ্দিক ও শালক মিজানের সহযোগিতায় গাছটি মেরে ফেলেছে। বটগাছটি হত্যা করার মাধ্যমে তারা একটি মানুষকে হত্যার চেয়ে অপরাধ করেছে। অবিলম্বে তাদের দৃষ্টান্তর্মলক শাস্তির দাবি জানান বক্তারা।
বিষ ঢুকিয়ে প্রাচীন বটগাছ হত্যার প্রতিবাদে ভাদড়ায় মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট