অনলাইন ডেস্ক : জাতীয়করণের আদেশের আগে সংশ্লিষ্ট কলেজ শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে বিধি প্রণয়ন, শিক্ষানীতি ২০১০ প্রণয়নের পর যে ৪৫ টি কলেজ জাতীয়করণ করা হয়েছে সেসব কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্তকরণের আদেশ বাতিল ও প্রধানমন্ত্রীর অনুশাসনের পরও জাতীয়কৃত কলেজ থেকে যে সকল শিক্ষককে বদলী করা হয়েছে তা বাতিল করার দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি একযোগে সারাদেশের ৬৪ টি জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ১০ টায় বিসিএস সাধারণ শিক্ষা মর্যাদা রক্ষা কমিটি সাতক্ষীরা জেলা ইউনিটের সদস্যরা জেলা প্রশাসক আবুল কাশেম মহিউদ্দীনের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন। এসময় সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, তালা সরকারি কলেজ ও কলারোয়া সরকারি কলেজের আজিজুর রহমান. শাহীনুল হক, মোঃ আবুল কালাম আজাদ, অরুন কুমার বিশ্বাস, মোঃ শরীফুল আলম, মোঃ আবুবকর সিদ্দিক, মোঃ শহীদুল ইসলামসহ শতাধিক শিক্ষক উপিস্থত ছিলেন। জেলা প্রশাসক দাবিগুলোকে অত্যন্ত যৌক্তিক বলে অভিহিত করেন। এছাড়াও তিনি অতি দ্রুত স্মারকলিপিটি প্রধানমন্ত্রী বরাবর পাঠিয়ে দেবেন বলে অবহিত করেন ।
পূর্ববর্তী পোস্ট