৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ৩৭৯ জন। চলতি বছরের ২৩ মে ওই পরীক্ষা শেষ হয়।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পিএসসির নিজস্ব ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। মৌখিক পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।
গত ১ নভেম্বর ৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ওই পরীক্ষায় অংশ নেন দুই লাখেরও বেশি পরীক্ষার্থী। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন আট হাজার ৫২৩ জন।
গত বছর ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী এক হাজার ২২৬ জন নিয়োগ পাবেন।